ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু মঙ্গলবার বিকেলে ডিআরইউ চত্বরে এই ভবন উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে সাংবাদিকদের। রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের অনেক কষ্ট করতে হয়।
তিনি বলেন, ‘ঢাকার পেশাদার সাংবাদিকদের এই সংগঠনটির জন্য একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। এটি নির্মাণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের মাধ্যমে ডিআরইউ’র বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এবং বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ আমার সাথে দেখা করেন। সেই কাজটি বর্তমান কমিটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে বলে আমি আনন্দিত। সেটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। ডিআরইউ’র নতুন ভবনের বাকী অংশের নির্মাণ কাজও চলমান থাকবে।’
তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, ‘একটি জরাজীর্ণ ভবনের মধ্যে ডিআরইউ’র কার্যক্রম চলতো। সেখানে আজ আধুনিক নতুন ভবন নির্মাণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি বলেন, ডিআরইউতে ১০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এটির মাধ্যমে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করতে আরো সহজ হবে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন,‘ডিআরইউ’র নতুন ভবন নির্মাণ হওয়ায় আমি আজ আনন্দিত ।আপনারা দেশের চলমান উন্নয়নমূলক কর্মকা- সঠিকভাবে তুলে ধরবেন। ডিআরইউ’র যেকোনো উন্নয়নমূলক কর্মকান্ডে আমাদের সহযোগিতা থাকবে।’
ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি এম. শফিকুল করিম সাবু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান