ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শনিবার (২৬ মে) অনুষ্ঠিত হবে। প্রতিবারের মত এবারও ডিআরইউ এই দিনটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে।
সকাল ১১টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই সাথে ইফতার মাহফিলেরও আয়োজন থাকছে।
প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল উদযাপন কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানসূচী: সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন, সকাল সাড়ে ১১টায় র্যালী, বিকাল ৪টায় স্মৃতিচারণ ও আলোচনা, সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং এরপর ইফতার মাহফিল ও নৈশভোজ।
রাসেল/