ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি সাইফুল ইসলাম এবং সৈয়দ শুকুর আলী (শুভ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টায় শেষ হয়।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল।
ডিআরইউ নির্বাচনে এবারের ভোটার সংখ্যা ছিল ১৫২১ জন। এবারের কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
ভোটের ফলাফল অনুযায়ী ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আবু দারদা যুবায়ের ও রফিকুল ইসলাম আজাদ।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী (শুভ)। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মুরসালিন নোমানী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), রেজাউল করিম ও শাসছুদ্দীন আহমেদ।
আজকের বাজার: আরআর/ ৩০ নভেম্বর ২০১৭