উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ।
সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটদান কোনো বিরতি ছাড়া চলবে বিকাল ৫টা পর্যন্ত।
দেশের রিপোর্টারদের সবচেয়ে বড় এ সংগঠনের মোট এক হাজার ৬৯৩ সদস্য তাদের ভোট দিচ্ছেন।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার এবং মঞ্জুরুল আহসান বুলবুল ও এমএ আজিজ নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করছেন।
নির্বাচনে পদ রয়েছে ২১টি এবং ইতোমধ্যে তিন প্রার্থী- নারীবিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল এবং জনকল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি ১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ প্রার্থী।