ডিআর কঙ্গোর ইতুরি প্রদেশে হামলায় ৫৮ জন নিহত

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভয়াবহ হামলায় ৫৮ জন নিহত হয়েছে। এ হত্যাযজ্ঞের ঘটনায় কুখ্যাত মিলিশিয়াদের দায়ী করা হচ্ছে। প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এএফপি’কে একথা বলেন।
মন্ত্রী আদজিও গিদি বলেন, মঙ্গলবার ইতুরির দক্ষিণাঞ্চলীয় ইরুমু এলাকায় হামলায় ২৩ জন নিহত হয়। পরে বৃহস্পতিবার সেখানে আরো ৩৫ জন প্রাণ হারায়।
তিনি এএফপি’কে বলেন, হামলার ভয়ে ‘বহু সংখ্যক লোক’ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
তিনি এ হামলার জন্য অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস’কে (এডিএফ) দায়ী করেন। উগান্ডার একটি মুসলিম বিদ্রোহী গ্রুপ হিসেবে ১৯৯০’র দশকে এটি গঠন করা হয়।
গিদি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ইতোমধ্যে ওই এলাকায় পাঠানো হয়েছে এবং তারা শত্রুদের পাকড়াও করতে তল্লাশি অভিযান চালাচ্ছে।’
গত নভেম্বরে নর্থ কিভু প্রদেশে সশস্ত্র বাহিনীর অভিযান শুরুর পর থেকে এডিএফের হাতে কয়েকশ’ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
তিশাবি নামে পরিচিত গভীর বনভূমি এলাকায় সর্বশেষ এ হামলা চালানো হয়।
তিশাবির নিয়ালি কমিউনিটির সদস্য রিচার্ড বলানগিলিয়াও এএফপি’কে বলেন, বন্দুকের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এসব লোক নিহত হয়।
তিনি বলেন, ‘এ হামলার ঘটনায় এখনো ১৭ জন নিখোঁজ রয়েছে। তাদেরকে অপহরণ করা হয়েছে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।