ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান তথা চিরুনি অভিযান। অভিযানের প্রথম দিনে ডিএনসিসির পাঁচটি ওয়ার্ডে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ডিএনসিসির পাঁচটি অঞ্চলের প্রতিটিতে একটি করে মোট পাঁচটি ওয়ার্ডে এ চিরুনি অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় মোট ৯৫৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করা হয়। এরমধ্যে ২৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। তার মধ্যে আটটি বাড়ি ও স্থাপনার মালিককে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।