ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিএনপি যোগ দেবে কিনা সে বিষয়ে আজ বৃহস্পতিবার রাতে দলটির নীতিনির্ধারকদের এক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডিএনসিসির উপনির্বাচনের তফসিল আমরা শুনেছি। রাতে স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকের পর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’
বৃহস্পতিবার বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফখরুল জানান, ডিএনসিসির নির্বাচনের ব্যাপারে তারা দলের ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের সাথেও কথা বলবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক মারা গেলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়।
গত বছরের জানুয়ারিতে ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির ৩৬টি ওয়ার্ডের ৩৬টি সাধারণ কাউন্সিলর (উত্তর সিটির ১৮টি এবং দক্ষিণ সিটির ১৮টি) এবং ১২টি সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
আজকের বাজার/এমএইচ