ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানান ইসির আইনজীবী তৌহিদুল ইসলাম।
এর আগে গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেনো ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েও রুল জারি করেছে হাইকোর্ট।
ডিএনসিসি মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন ঢাকা উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান। পরে হাইকোর্টের আদেশের পর নির্বাচন সংক্রান্ত সব কাযক্রম স্থগিত করা হয়।
আজকের বাজার:এলকে/ ১ ফেব্রুয়ারি ২০১৮