ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের ১২ জন ও সাধারণ ওয়ার্ডের ১১১ জন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।
আবুল কাশেম বলেন, ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে এই সিটিতে মেয়র পদে ছয়জন প্রার্থী রয়েছেন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী রয়েছেন। ফলে তিন পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বী অবশিষ্ট রইলো।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হবে। আগামীকাল শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আজকের বাজার/এমএইচ