ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে ব্যান্ড শিল্পী শাফিন আহমেদকে নিজেদের প্রার্থী করেছে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার শাফিনকে জাপার মনোনয়ন দেয়া হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দলীয় প্রার্থী শাফিনের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। সেই সাথে দল থেকে শাফিনের চূড়ান্ত মনোনয়নপত্র এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ডিএনসিসির মেয়র পদের উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে ডিএনসিসি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলের কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
ডিএনসিসির খালি থাকা মেয়র পদে এবং কিশোরগঞ্জ-১ আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।
ডিএনসিসি উপনির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়ন বাছাই হবে ২ ফেব্রুয়ারি এবং তা প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি।
এদিকে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ