ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে আগ্রহীদের মনোনয়ন ফরম দেয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার ১৩জানুয়ারি সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তা বিক্রি শুরু হয়।
দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে প্রথম দিনই মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাসেল আশেকী এবং আদম তমিজি হক।
রাসেল আশেকী গণমাধ্যমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এবং ঢাকা উত্তরের জনগণের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। যদি আমি যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হই, তাহলে আমি ডিএনসিসি এলাকার সার্বিক উন্নয়নে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব।” হক গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকও ফরম সংগ্রহ করেন।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম গণসংযোগ শুরু করেছেন।
আনিসুল হকের মৃত্যুতে শূন্য এই মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
আজকের বাজার:এসএস/১৩জানুয়ারি ২০১৮