ডিএনসিসি মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

রোববার সকালে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টি প্রার্থী শাফিন আহমেদ লাঙল প্রতীক পান।

এছাড়া আব্দুর রহিম (স্বতন্ত্র)- টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান- আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান- বাঘ প্রতীক পেয়েছেন।

নতুন ১৮টি ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র পদের উপ নির্বাচন ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ৩২ ঘন্টা পূর্বে প্রচার-প্রচারণা শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

সংশ্লিষ্ট প্রার্থীদের আচরণবিধি মেনে এবং আনন্দ ও উৎসবের পরিবেশে প্রচার প্রচারণা চালাতে আহ্বান জানিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ