ডিএমপির আট কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার ৫ফেব্রুয়ারি  ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।

যারা বদলি হলেন- ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাবিদ কামাল শৈবালকে উপকমিশনার (ভারপ্রাপ্ত) উত্তরা বিভাগ, অতিরিক্ত উপকমিশনার মো. আব্দুল্লাহিল কাফীকে অতিরিক্ত উপকমিশনার রমনা বিভাগ, সহকারী কমিশনার মো. মতিউর রহমানকে সহকারী কমিশনার ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনে, সহকারী কমিশনার কাজী রোমানা নাসরিনকে সহকারী কমিশনার (প্রশাসন) ট্রাফিক পূর্ব জোনে, সহকারী কমিশনার মো. তানভীর হোসেনকে সহকারী কমিশনার (প্যাট্রোল) রমনা জোনে, সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম সোহাগকে সহকারী কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপে ও সহকারী কমিশনার (প্যাট্রোল-রমনা) মো. আহসান খানকে সহকারী কমিশনার হিসেবে ধানমণ্ডি জোনে বদলি করা হয়েছে।

আজকের বাজার:এসএস/৫ফেব্রুয়ারি ২০১৮