ডিএমপির ৪ ডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার, ১১ মার্চ দুপুরে ডিএমপির (ডিসি-সদর দফতর ও প্রশাসন) মহা. আশরাফুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম- পশ্চিম) খোন্দকার নজমুল হাসানকে পিওএম-উত্তরে ও ডিসি সালমা বেগমকে পিওএম-পশ্চিম বিভাগে পাঠানো হয়েছে।

অপর এক আদেশে ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মোহাম্মদ ইউসুফ আলীকে ডিএমপির পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত ডিসি ও স্পেশাল অ্যাকশন গ্রুপের মোহাম্মদ আশিকুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।

আরএম/