খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি পালনের অনুমতি চাইতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করতে কমিশনার দেখা করেনি বলে জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ডিএমপি কমিশনা কার্যালয়ে যান।
অনশনের অনুমতি না পেয়ে জয়নুল আবদিন জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিএমপিতেই অবস্থান করলেও ডিএমপি কমিশনার আমাদের সঙ্গে দেখা করেনি।
এ তথ্যটি জয়নুল আবদিন টেলিফোনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়টি জানান।
মহাসচিব ফোনে কমিশনারের সঙ্গে কথা বলবেন জানিয়ে বিএনপির দুই নেতাকে ফিরে আসতে বলেন।
এ অবস্থায় মহানগর নাট্যমঞ্চে পূর্বঘোষিত প্রতীক অনশন কর্মসূচি পালন করবে কিনা সেটা এখনও অনিশ্চিত। তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ কমিশনারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বিএনপি।
আজকের বাজার/এমএইচ