ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩ অক্টোবর সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৪১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৪ পয়েন্টে।

অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭