ডিএসইকে ব্যবসার বর্তমান অবস্থা জানিয়েছে রহিমা ফুড

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নিজেদের ব্যবসার বর্তমান অবস্থা অবহিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ এপ্রিল ডিএসই কোম্পানিকে নোটিস পাঠায়, এর জবাবে কোম্পানিটি ডিএসইকে ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে জানায়।

জানা যায়, ২০১৩ সালের ১৩ জুন থেকে রহিমা ফুডের উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটি এখনও উৎপাদন চালু করতে পারেনি।

কোম্পানির নারিকেল তেল উৎপাদনের প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে। কোম্পানি আশা করছে প্রয়োজন অনুযায়ী গ্যাস এবং বিদ্যুৎ পুন:সংযোগ হলে আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

রাসেল/