ডিএসইকে সতর্কপত্র দিবে বিএসইসি

যথাযথভাবে আইন পরিপালন না করে শেয়ার স্থানান্তর করা সত্ত্বেও অনুমোদন করার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিএসইসির ৫৯২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

২০০৮ সালে যথাযথ আইন পরিপালন না করে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের স্পন্সর শামসুল আবেদীন আকন্দের ২১ হাজার ৫০০টি শেয়ার তার নিজের হিসাব হতে যৌথ হিসাব স্থানান্তরের বিষয়টি ডিএসই অনুমোদন করে। যাতে ডিএসই নিজেই নিজের লিস্টিং রেগুলেশন ৪(২) ভঙ্গ করেছে। একইসঙ্গে ডিএসই এ বিষয়ে তদন্ত চলাকালে কমিটিকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি প্রদানে ব্যর্থ হয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯ এর সেকশন ২১(২) ভঙ্গ করেছে। যে কারনে কমিশন ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।