চলতি সপ্তাহে টানা নিম্নমূখী প্রবনতার পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থান দেখা যাচ্ছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে সিএসইতে নিম্নমূখী প্রবনতায় চলছে লেনদেন। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোরও বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হচ্ছে। লেনদেনের ৪৫ মিনিট পর ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়েছে ১০১ কোটি ২৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২৩৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬ টির দর কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় লেনদেন ছাড়িয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২ পয়েন্টে। লেনদেন হওয়া ১৫৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৭২ টির দর বাড়ে ৬২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৫ টির দর।
আজকের বাজার/মিথিলা