ডিএসই’তে একবছরে লেনদেন কমেছে ২১ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)আগের অর্থবছরের তুলনায় কমেছে।হিসেবে দেখা যায় বিগত অর্থবছরের তুলনায় ২১ হাজার কোটি টাকার লেনদেন কমেছে ডিএসইতে ।একই সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরে মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৫০.৫৯ পয়েন্ট ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ২০১৭-১৮ অর্থবছরে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৮৫ কোটি ২০ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ২১ হাজার ৪৩৭ কোটি টাকা বা ১১.৮৮ শতাংশ কম।

২০১৭-১৮ অর্থবছরে মোট ২৪৬ কার্যদিবস লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৬৪৬ কোটি ৬০ লাখ টাকা।

অপরদিকে ২০১৬-১৭ অর্থবছরে ২৩৯ কার্যদিবসে মোট লেনদেনে হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি ২০ লাখ টাকা। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৭৫৫ কোটি ৩০ লাখ টাকা।

সুত্র জানায়, ডিএসইতে ডিএসইএক্স ২০১৭-১৮ অর্থবছরের ২৫০.৫৯ পয়েন্ট বা ৪.৪৩ শতাংশ কমেছে। এই অর্থবছরে ডিএসইএক্স সর্বোচ্চ ৬,৩৩৬.৮৮ পয়েন্ট ও সর্বনিম্ন ৫,৪৮৮.৮৭ পয়েন্টের মধ্যে উঠা-নামা করে৷

এ সময়ে ডিএসই-৩০ সূচক ১২৩.৮৬ পয়েন্ট বা ৫.৯৪ শতাংশ কমে ১৯৫৯.৯৫ পয়েন্টে দাঁড়ায়৷ ২০১৭-১৮ অর্থবছরে ডিএস-৩০ সূচক সর্বোচ্চ ২৩০৪.৬৯ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১৯৪১.৮৭ পয়েন্ট৷

একই বছর শরিয়াহ্ সূচক ৩২.৯৫ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে ১২৬৩.৭৯ পয়েন্টে দাঁড়ায়৷ ২০১৭-১৮ অর্থবছরে শরিয়াহ সূচক সর্বোচ্চ ১৪৩৩.১৭ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১২২৮.১৮ পয়েন্ট৷

জাকির