দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)আগের অর্থবছরের তুলনায় কমেছে।হিসেবে দেখা যায় বিগত অর্থবছরের তুলনায় ২১ হাজার কোটি টাকার লেনদেন কমেছে ডিএসইতে ।একই সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরে মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৫০.৫৯ পয়েন্ট ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে ২০১৭-১৮ অর্থবছরে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৮৫ কোটি ২০ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ২১ হাজার ৪৩৭ কোটি টাকা বা ১১.৮৮ শতাংশ কম।
২০১৭-১৮ অর্থবছরে মোট ২৪৬ কার্যদিবস লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৬৪৬ কোটি ৬০ লাখ টাকা।
অপরদিকে ২০১৬-১৭ অর্থবছরে ২৩৯ কার্যদিবসে মোট লেনদেনে হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি ২০ লাখ টাকা। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৭৫৫ কোটি ৩০ লাখ টাকা।
সুত্র জানায়, ডিএসইতে ডিএসইএক্স ২০১৭-১৮ অর্থবছরের ২৫০.৫৯ পয়েন্ট বা ৪.৪৩ শতাংশ কমেছে। এই অর্থবছরে ডিএসইএক্স সর্বোচ্চ ৬,৩৩৬.৮৮ পয়েন্ট ও সর্বনিম্ন ৫,৪৮৮.৮৭ পয়েন্টের মধ্যে উঠা-নামা করে৷
এ সময়ে ডিএসই-৩০ সূচক ১২৩.৮৬ পয়েন্ট বা ৫.৯৪ শতাংশ কমে ১৯৫৯.৯৫ পয়েন্টে দাঁড়ায়৷ ২০১৭-১৮ অর্থবছরে ডিএস-৩০ সূচক সর্বোচ্চ ২৩০৪.৬৯ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১৯৪১.৮৭ পয়েন্ট৷
একই বছর শরিয়াহ্ সূচক ৩২.৯৫ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে ১২৬৩.৭৯ পয়েন্টে দাঁড়ায়৷ ২০১৭-১৮ অর্থবছরে শরিয়াহ সূচক সর্বোচ্চ ১৪৩৩.১৭ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১২২৮.১৮ পয়েন্ট৷
জাকির