পুঁজিবাজারে তিন কার্যদিবস পতনের পর মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) উত্থানে শেষ হলেও লেনদেন কমেছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ২১ কার্যদিবস বা ১মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৪৮৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২১ কার্যদিবস বা ১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত মাসের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২০ কোটি ২৪ লাখ টাকার।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪১ ও ১৮৯১ পয়েন্টে।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে ১৫৩টি বা ৪৫.৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪০টি বা ৪১.৯১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি বা ১২.২৭ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ৫২কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ২০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে একটিভ ফাইন।
লেনদেনে এরপর রয়েছে- শাশা ডেনিমস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, ন্যাশনাল হাউজিং, ইউনাইটেড পাওয়ার, ইনটেক এবং আমান ফিড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৮৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। সিএসইতে আজ মোট ৬৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
জাকির/আজকের বাজার