কাজী ছানাউল হক দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আজ ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে যোগদান করেন৷ ৯ জানুয়ারি ২০২০ তারিখে ৯৪৫তম বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন৷ ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী একই দিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়৷ ২৩ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার নিয়োগের অনুমোদন করেন৷
কাজী ছানাউল হক ডিএসইতে যোগদানের পূর্বে কর্মসংস্থান ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন৷ তার আগে তিনি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷ এ ছাড়াএ তিনি রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ডর ব্যবস্থাপনা পরিচালক ও অগ্রণী ব্যংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷ পেশাগত জীবনে তার রয়েছে বৈচিএময় অভিজ্ঞতা৷ তিনি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক বিডিবিএল-এর জেনারেল ম্যানেজার হিসেবে-ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন, এসএমই এন্ড জেনারেল এ্যাডভান্স ডিভিশন, রিয়েল এষ্টেট ডিপার্টমেন্ট, এষ্টাবলিষ্টমেন্ট এন্ড কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট, অডিট এন্ড ইন্সপেকশন ডিপার্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন৷
জনাব ছানাউল হক আইসিবি’র সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইসিবি’র বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশন, ইকোনমিক এন্ড বিজনেস রিচার্স, লোন এ্যাপ্রাইজাল বিভাগসহ খুলনা ও রাজশাহী কার্যালয়ের বিভিন্ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ এ ছাড়াএ তিনি বহুজাতিক কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আৰ্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে যুক্ত ছিলেন৷ তার রয়েছে ম্যানেজমেন্ট টেকনিকস ফর এক্সিকিউটিভস, অষ্টাদশ আচরণ ও শৃংখলার প্রশিক্ষণ৷ এছাড়াও তিনি ভারত ও মালয়েশিয়া থেকে Identification and Rehabilitation of Sick and Breakthrough leadership বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন৷