ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ নভেম্বর রোববার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। সেই সঙ্গে গত কার্যদিবস বৃহস্পতিবারের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে একই চিত্র। একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের উত্থানে থাকলেও দিনশেষে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ২৩২ কোটি ৮০ লাখ টাকা বেশি। ওই দিন ডিএসইতে ৭৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৯০ পয়েন্টে।
অন্যদিকে আরোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭