ডিএসইতে বৈদেশিক লেনদেন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের মার্চে বৈদেশিক বিনিয়োগকারীরা ৭৫৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছে। যা আগের মাস ফেব্রুয়ারি থেকে ১৪.২৫ শতাংশ কম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের মার্চে ডিএসইতে বিদেশীরা ৭৫৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ২১০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছে। যা আগের মাসের তুলনায় ১২৫ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৩৪৭ টাকা কম। আগের মাসে ডিএসইতে বিদেশীদের লেনদেনের পরিমাণ ছিল ৮৮০ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৫৫৭ টাকা।

মার্চে বিদেশীরা ৪৫৫ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৯০৩ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেছেন। আর বিক্রয় করেছেন ২৯৯ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৩০৭ টাকার।

অপরদিকে ফেব্রুয়ারিতে বিদেশী বিনিয়োগকারীরা ৩৯২ কোটি ৯৯ লাখ ২ হাজার ৩৭৩ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন। আর৪৮৭ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ১৮৫ টাকা বিক্রয় করেন।

রাসেল/