সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীন ফোনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৩ লাখ টাকার।
১১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম।
লেনদেন তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সামিট পাওয়ার, সী পার্ল, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ব্যাংক এশিয়া, ভিএফএস থ্রেড ডাইং এবং ওরিয়ন ফার্মা।
আজকের বাজার/এ.এ