ডিএসইতে লেনদেন কমেছে ২৬.৬২%

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসইতে লেনদেন কমেছে ২৬.৬২ শতাংশ। আর ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ২.২৭ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৪৯ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৮৮৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছিল।

এ হিসেবে লেনদেন কমেছে ২৬ দশমিক ৬২ শতাংশ। এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ দশমিক ২৭ শতাংশ বা ১২৪ দশমিক ১৬ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে ২ দশমিক ০৩ শতাংশ বা ২৫ দশমিক ৪৯ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৮৫ শতাংশ বা ১৬ দশমিক ১৭ পয়েন্ট।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৫৭টির আর অপরিবর্তীত ছিল ১২টির দর।

ডিএসইতে মোট লেনদেনের ৯৪.২১ শতাংশ ছিল এ ক্যাটাগরির, দশমিক ৯০ শতাংশ বি ক্যাটাগরির, ৩ দশমিক ০৫ শতাংশ এন এবং ১ দশমিক ৮৪ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে ২৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে। সিএসইতে মোট ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২২৯টির, অপরিবর্তিত রয়েছে ৯টির।