গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের সঙ্গে কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিলো ৪৩ দশমিক ৬০ শতাংশ।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিলো ৬ হাজার ১০৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ২৬১ কোটি ৬৬ লাখ টাকা বা ৪৩.৬০ শতাংশ।
গেলো সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ৮২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৪ দশমিক ২০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৮৫ শতাংশ।
ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ২৬ শতাংশ বা ৭৭.৬৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৯১ শতাংশ বা ১৯.৯২ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ১৮ শতাংশ বা ১৬.০৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টি কোম্পানির। আর দর কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫০২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৪২ শতাংশ।
সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির। আর দর কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।
আজকের বাজার : এলকে/এলকে ২৯ সেপ্টেম্বর ২০১৭