সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ১৬ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৮১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৭০৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২০৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৯২ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।