ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৪%

সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়েছে ৩৩ দশমিক ৯২ শতাংশ। একইসঙ্গে বেড়েছে সব ধরনের সূচক।

ডিএসই সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩৩ দশমিক ৯২ শতাংশ লেনদেন বেড়েছে। অন্যদিকে ডিএসই-এর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ দশমিক ৩৯ শতাংশ বা ১৩০ দশমিক ৭৫ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৯৭ শতাংশ বা ৪০ দশমিক ১১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১ দশমিক ৯০ শতাংশ বা ২৩ দশমিক ৯৪ পয়েন্ট।

এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১০৩ কোটি ৫৬ লাখ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিল ২ হাজার ৩১৭ কোটি ৪৪ লাখ টাকা।

মোট লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ছিল ৯১ দশমিক ১৪ শতাংশ; বি ক্যাটাগরির ২ দশমিক ৮৪ শতাংশ; এন ক্যাটাগরির ৩ দশমিক ৬২ শতাংশ এবং জেট ক্যাটাগরির ২ দশমিক ৪০ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে মোট ৩৩৪টি কোম্পানি। এর মধ্যে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে, কমেছে ৫২টির, অপরিবর্তীত ছিল ২৪টির এবং লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭