সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ বুধবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে সূচকের উত্থানে। দিন শেষে লেনদেন বেড়েছে ৯৪ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকা। লেনদেনের শুরু থেকেই এদিন ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। লেনদেন শেষে সূচকের পাশাপাশি শেয়ার দর বেড়েছে ৭৬.২১ শতাংশ কোম্পানির। এছাড়া ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়ে দিন শেষে অবস্থান করছে ৭ হাজার ৮০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৫২ লাখ ১ হাজার টাকা।
আজকের বাজার/এ.এ