আাগামী ৩১ মে রোববার থেকে শুরু হচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেন। লেনদেন চলবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র আরও জানায় আপাতত সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএসইসির নবগঠিত নেতৃত্বের প্রথম কমিশন সভায় শেয়ারবাজারে লেনদেন চালুর বিষয়ে অনাপত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। যা উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জানানো হয়। এরই আলোকে ডিএসই ও সিএসই ৩১ মে লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে।
ডিএসই ও সিএসইর আজকের সিদ্ধান্তের মাধ্যমে ২ মাসেরও বেশি সময় পরে দেশের শেয়ারবাজারে লেনদেন চালু হতে যাচ্ছে।
এর আগে গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারনে বন্ধ রয়েছে দেশের দুই পুঁজিবাজারের লেনদেন।