ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশ কিছুদিন পর লেনদেন আবার হাজার কোটি টাকার ঘর ছাড়িয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৩৬৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় ৩০ শতাংশ বা ২২০ কোটি ২৬ লাখ টাকা বেশি। ৫ সেপ্টেম্বর ডিএসইতে এক হাজার ৪৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬০ পয়েন্টে।
অন্যদিকে ৬ মেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮২২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার।
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭