সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক ও লেনদেন উভয় কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৫৪ শতাংশ বা ৩৩ পয়েন্ট। আর লেনদেন কমেছে দশমিক ৯৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ১০৫ কোটি ২৪ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ১৬৪ কোটি ২৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে দশমিক ৯৬ শতাংশ। একই সঙ্গে ডিএসইতে কমেছে সব ধরণের সূচকও। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৫৪ শতাংশ বা ৩৩ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ বা ২৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ২৪ শতাংশ বা ২৭ পয়েন্ট।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮৩ টির, কমেছে ২৩৬ টির আর অপরিবর্তীত ছিল ১৫ টির দর।
অন্যদিকে মোট লেনদেনের ৯১ দশমিক ৪২ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৪দশমিক ৬৩ শতাংশ বি ক্যাটাগরির, ২ দশমিক ৪৩ শতাংশ এন এবং ১ দশমিক ৫২ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে।