সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক ও লেনদেন উভয় কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৩৫ শতাংশ বা ২১ দশমিক ৩০ পয়েন্ট। আর লেনদেন কমেছে দশমিক ৬৭ শতাংশ।
ডিএসই সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৪৮ কোটি ৮৩ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে দশমিক ৬৬ শতাংশ। একই সঙ্গে ডিএসইতে কমেছে সব ধরণের সূচকও। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৩৫ শতাংশ বা ২১ দশমিক ৩০ পয়েন্ট।
ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৯৭ শতাংশ বা ১২ দশমিক ৯৫ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৬৬ শতাংশ বা ১৪ দশমিক ৪০ পয়েন্ট।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ২০৭ টির আর অপরিবর্তীত ছিল ১৬ টির।
অন্যদিকে মোট লেনদেনের ৮৬ দশমিক ৫২ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৪ দশমিক ৫১ শতাংশ বি ক্যাটাগরির, ৭ দশমিক ২ শতাংশ এন এবং ১ দশমিক ৯৪ শতাংশ ছিল জেড ক্যাটাগরির কোম্পানির দখলে।
আজকের বাজার:এলকে/এলকে ২৮ অক্টোবর ২০১৭