সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকা; যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৭ সালের ৩০ মে ডিএসইতে ৩১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩০০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৯৭ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৮ কোটি ১৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯০টির। আর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৫ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৭ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮