আগামী ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারহোল্ডার বা ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিএসইর পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভীর স্থলাভিষিক্ত হবেন নতুন পরিচালক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নির্বাচনী তফসিলে বলা হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ১ লাখ টাকা জমার মাধ্যমে এই পত্র সংগ্রহ করতে হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় হচ্ছে আগামী ১২ মার্চ পর্যন্ত। আর ওই দিনেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ডিএসইর ভবনে সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট। ভোট গণনার পরে ফলাফল প্রকাশ করা হবে। তবে ডিএসইর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।