ডিএসইর প্রধান সূচকে রেকর্ড কোন রকম

অনুকূল পরিবেশে নতুন গতির সঞ্চার হয়েছে পুঁজিবাজারে। আসছেন নতুন নতুন বিনিয়োগকারী। আসছে নতুন তহবিল। এর প্রভাব পড়েছে শেয়ারের মূল্যসূচকে। ৫ জুলাই বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স নতুন রেকর্ড গড়েছে। দিনশেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮২ পয়েন্টে। এটি এই সূচকের সর্বোচ্চ অবস্থান।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮২টি অবস্থান করছে। চলতি বছরের ৪ এপ্রিল সূচকটি সর্বোচ্চ ৫ হাজার ৭৭৭ পয়েন্টে উঠেছিল। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর সেটিই ছিল সর্বোচ্চ অবস্থান।

এদিকে বুধারবার ডিএসইতে ১ হাজার ১৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। আর গত মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১২৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২০ পয়েন্টে।

আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭