দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই৩০ সূচক পুনরায় সমন্বয় করা হয়েছে। সূচক থেকে ৩টি কোম্পানি বাদ পড়েছে। আর সে জায়গায় প্রবেশ করেছে নতুন ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৩ জুলাই থেকে সমন্বয় পরবর্তী সূচক কার্যকর করা হবে। ডিএসই৩০ থেকে বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এই জায়গায় এসেছে পূবালী ব্যাকং, পদ্মা অয়েল এবং ইফাদ অটোস লিমিটেড।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন; গত ৩ মাসের গড় লেনদেন বিবেচনায় নিয়ে সূচকটি সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে ডিএসইএক্স ও ডিএস ৩০ সূচক দুটি চালু করা হয়।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭