ডিএসই৩০ সূচকে ইফাদ, পদ্মা অয়েল, পূবালী ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই৩০ সূচক পুনরায় সমন্বয় করা হয়েছে। সূচক থেকে ৩টি কোম্পানি বাদ পড়েছে। আর সে জায়গায় প্রবেশ করেছে নতুন ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৩ জুলাই থেকে সমন্বয় পরবর্তী সূচক কার্যকর করা হবে। ডিএসই৩০ থেকে বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এই জায়গায় এসেছে পূবালী ব্যাকং, পদ্মা অয়েল এবং ইফাদ অটোস লিমিটেড।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন; গত ৩ মাসের গড় লেনদেন বিবেচনায় নিয়ে সূচকটি সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে ডিএসইএক্স ও ডিএস ৩০ সূচক দুটি চালু করা হয়।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭