আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। আজ সন্ধায় ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী আজকের বাজারকে এ তথ্য নিশ্চিত করেন ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এর মেয়র পদে উপনির্বাচনের সাথে উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনে নতুন ৩৬টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার । নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
একই সাথে বাংলাদেশ ব্যাংকও সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তফসিলি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
যেহেতু ব্যাংকের লেনদেনের সাথে পুঁজিবাজারের লেনদেন সম্পৃক্ত। আর তাই বৃহস্পতিবার স্টক এক্সেচেঞ্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
আজকের বাজার /মিথিলা