ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (ডিবিএ) নির্বাচনে কাউন্সিলর হিসেবে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। বাদ পড়েছেন ৪ জন। রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ২৪১ জন ভোটারের মধ্যে ২১৬ জন ভোট প্রদান করেন। এরমধ্যে ৬টি ভোট বাতিল করা হয়েছে। নির্বাচনে ১৯ জন প্রার্থীর প্রতিযোগিতায় ১৫ জন পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলর হলেন যারা:
১. প্রাইলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। তিনি সর্বোচ্চ ২০৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন।
২. এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন ২০৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
৩. গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও ১৯৭ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।
৪. মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই নাহরীন পেয়েছেন ১৯০ ভোট।
৫. শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম পেয়েছেন ১৯০ ভোট।
৬. রাস্তি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদোয়ানুল ইসলাম পেয়েছেন ১৮৮ ভোট।
৭. থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান পেয়েছেন ১৮৪ ভোট।
৮ ডিবিএল সিকিউরিটিজের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী ১৮৪ ভোট।
৯. সাদ সিকিউরিটিজের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন পেয়েছেন ১৮৩ ভোট।
১০. ইউনিক্যাপ সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি উল ইসলাম পেয়েছেন ১৭৬ ভোট।
১১. কান্ট্রি স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ পেয়েছেন ১৭৪ ভোট।
১২. ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক পেয়েছেন ১৭৩ ভোট।
১৩. শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক পেয়েছেন ১৬৯ ভোট।
১৪. রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী পেয়েছেন ১৪২ ভোট।
১৫. ডিএসইর সাবেক সভাপতি ও রয়েল গ্রীন সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল হক ১৩৮ ভোট।
আর যারা ১৫ সদস্যের কাউন্সিলে স্থান পাননি। তারা হলেন-
১. কে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ কামাল। তিনি পেয়েছেন ১৩২ ভোট।
২. অ্যারিজ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদল হক পেয়েছেন ১২২ ভোট।
৩. ই-সিকিউরিটিজের চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ১২২ ভোট। এবং
৪. পিপলস ইক্যুটিজের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ পেয়েছেন ৮৪ ভোট।
মোট ২৪১ জন ভোটারের মধ্যে কাস্ট হয়েছে ২১৭ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ৬ ভোট। আর কাউন্ট হয়েছে ২১১ ভোট।
জানা গেছে, নির্বাচিত ১৫ সদস্যের এই কাউন্সিল আগামী ২৩ ডিসেম্বর ডিএসই কার্যালয়ে সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের জন্য ভোট দিবেন। রাজধানীর ঢাকা ক্লাবে ডিএসইর বার্ষিক সাধারণ সভায় যার ফল প্রকাশ করা হবে।