ডিএসই ব্লক মার্কেটে লেনদেন ৪৩ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৬ কোম্পানি ২ মিউচ্যুয়াল ফান্ড ও ১টি বন্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে  মোট এক কোটি ৪০ লাখ ১৪ হাজার ২৩৩টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৩৬ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফার্স্ট  বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের। এই ফান্ডের ৮০ লাখ  ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৭২  লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড।  কোম্পানিটির মোট  ১৪ লাখ ৩২ হাজার ৪৪৮টি শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৫৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক শেয়ার লেনদেন করেছে ৭ লাখ ৭৮ হাজার ৪৬টি । যার আর্থিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ট্যানারি, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্রাক ব্যাংক,ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্মা এইডস, প্যারামাউন্ট টেক্সটাইল, সিঙ্গারবিডি, স্কয়ার ফার্মা, জাহিন স্পিনিং, বাটা সু, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পেনিনসুলা ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

আজকের বাজার:এসএস/এলকে ৯ ডিসেম্বর ২০১৭