বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিতকরণের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল (১৯ মার্চ) থেকে সকাল ১০:৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে।
আজ বুধবার ডিএসইর ৯৫৪ তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পুঁজিবাজারে লেনদেন বন্ধ হওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটি সত্য নয় বলে ডিএসই জানিয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুঁজিবাজার গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বেশ কয়েকটি তফসিলি ব্যাংক ইতিমধ্যে পুঁজিবাজারে বিনিযোগ শুরু করেছে। ডিএসই পরিচালনা পর্ষদ করোনা ভাইরাস পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে বিনিযোগকারীদের মোবাইল ও অনলাইনে লেনদেনের করার অনুরোধ জানিয়েছে। সূত্র – বাসস
আজকের বাজার / এ.এ