সামিট ইস্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৮ শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই কর্মকর্তারা হলেন দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা, তালিকাভুক্তি বিভাগের প্রধান ও হেড অব মার্কেট অপারেশন। আজ সংস্থার ৬০০তম সভায় এ সতর্ক করা হয়। একই সঙ্গে আগামীতে এ ধরণের কোনো ইস্যু থাকলে আরও অধিকতর সাবধানতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে পর্ষদকে।
প্রসঙ্গত, সামিট পাওয়ারের সঙ্গে এ গ্রুপের তিন কোম্পানি একীভূতকরণ ইস্যুকে কেন্দ্র করে গত বছরই সৃষ্টি হয় জটিলতা। ওই সময় বিএসইসির অভিযোগ ছিল, কোম্পানিটি একীভুতকরণের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান সঠিকভাবে অনুসরণ করেনি। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোম্পানিটি মূলধন বাড়ানোর অনুমতি নেয়নি।
বিএসইসি সূত্র মতে, এই ইস্যুতে ডিএসই ও সিএসই সিকিউরিটিজ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ৯(৫); ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ৪৬(২) ও (৩); লিস্টিং রেগুলেশনের ধারা ৫১ ও ৫২ এবং ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ধারা ১৯ ভঙ্গ করেছে।