রাজস্ব উন্নয়নের অক্সিজেন। ডিজিটাল বাংলাদেশ বির্নিমান ও সরকারের ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত রাজস্ব । রাজস্ব সংগ্রহের কাজে স্বছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনরবিআর) ডিজিটাল প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে সারাদেশে রাজস্ব নেটওয়ার্ক ও কর সেবা বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে। পাশাপাশি করদাতাদের সব ধরণের তথ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বুধবার ০৬ ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ মেলায় রাজস্ব সেবা প্রদানে অংশ নিয়েছেন এনবিআর।
ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় এনবিআর কীভাবে প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে এবং রাজস্ব আহরণ করছে তা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি যেসব উন্নয়ন, মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তাও তুলে ধরা হচ্ছে। মেলায় আগতদের এনবিআরের সর্বশেষ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যেসব রাজস্ব সেবা দেওয়া হচ্ছে তা উপস্থাপন করা হচ্ছে। মেলায় আগতরা এনবিআর আইবাসের( ওঠঅঝ) মাধ্যমে ভ্যাট রেজিষ্ট্রেশন প্রদান, নতুন ই-টিন নম্বর প্রদান ট্যাক্স রিটার্ন দাকিল প্রদর্শন করা হচ্ছে।
ডিজিটাল বাংলাদেশের ডিজিটালাইজেশন অগ্রযাত্রার উদ্দেশ্যে আয়োজিত এ মেলার সাফল্য কামনা করে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মো. নজিবুর রহমান বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের অংশ হিসেবে ডিজিটাল এনবিআর গঠনের প্রয়াস চালানো হচ্ছে। এক্ষেত্রে আমরা বহুদূর এগিয়েছি। ডিজিটাল এনবিআর গঠনের ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
আজকের বাজার: এসএস/আরআর/৬ ডিসেম্বর ২০১৭