ফ্রান্সের ডিজিটাল ট্যাক্স আরোপ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ডোনাল্ড ট্রাম্প আলোচনা সম্প্রসারণে সম্মত হয়েছেন। এ বছরের শেষ নাগাদ ডিজিটাল কোম্পানিগুলোর ওপর ট্যাক্স আরোপে ফ্রান্সের সিদ্ধান্তের প্রেক্ষিতে ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার ফরাসি কূটনীতিক সূত্র একথা জানায়।
সূত্র জানায়, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নেতারা আন্তর্জাতিক কাঠামোর মধ্যে সমাধানের উপায় খুঁজে বের করতে এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনা করতে সম্মত রয়েছেন। কেননা, এ যুদ্ধে কোন পক্ষই লাভবান হবে না। এরআগে সোমবার টুইটারে এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, ডিজিটাল ট্যাক্স প্রশ্নে তিনি ট্রাম্পের সাথে ‘বিস্তারিত আলোচনা’ করেছেন।
তিনি বলেন, ‘শুল্ক সংক্রান্ত বিরোধ এড়াতে একটি ভাল চুক্তিতে পৌঁছাতে আমরা একত্রে কাজ করবো।’
ট্রাম্প প্রতিত্তোরে বলেন, ‘চমৎকার!’ হোয়াইট হাউস জানায়, এ দুই নেতা কথা বলেন এবং তারা গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্ভিস ট্যাক্স বিষয়ে সফলভাবে আলোচনা সম্পন্ন করতে সম্মত হন। এ সময় তারা দ্বি-পাক্ষিক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান