ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধন চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
মঙ্গলবার (১৬ অক্টোবর) আইনজীবী জুলফিকার আলী জুনুর পাঠানো নোটিশে আইনটির ৮, ২১,২৫,২৮,২৯,৩১,৩২,৪৩ ও ৫৩ ধারা সংশোধনে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রেজিস্ট্রি ডাকযোগে তথ্য মন্ত্রী,আইনমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, তথ্য সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ১১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষার অন্তরায় বিধায় উক্ত ধারাগুলো সংশোধনের জন্য পদক্ষেপ নিতে হবে।
আগামী ৩০ দিনের মধ্যে উক্ত ৯ ধারা সংশোধনের উদ্যোগ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, শুরু থেকেই এই আইনের উপরোক্ত ৯টি ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছে গণমাধ্যমকর্মী ও সম্পাদক পরিষদ।
সম্পাদক পরিষদ মনে করে, ডিজিটাল নিরাপত্তা আইনের এই ৯টি ধারা মুক্ত সংবাদমাধ্যমের পরিপন্থি, বাক-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী এবং গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।
আজকের বাজার/এমএইচ