ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধন চেয়ে লিগ্যাল নোটিশ

ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধন চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

মঙ্গলবার (১৬ অক্টোবর) আইনজীবী জুলফিকার আলী জুনুর পাঠানো নোটিশে আইনটির ৮, ২১,২৫,২৮,২৯,৩১,৩২,৪৩ ও ৫৩ ধারা সংশোধনে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

রেজিস্ট্রি ডাকযোগে তথ্য মন্ত্রী,আইনমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, তথ্য সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ১১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষার অন্তরায় বিধায় উক্ত ধারাগুলো সংশোধনের জন্য পদক্ষেপ নিতে হবে।

আগামী ৩০ দিনের মধ্যে উক্ত ৯ ধারা সংশোধনের উদ্যোগ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, শুরু থেকেই এই আইনের উপরোক্ত ৯টি ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছে গণমাধ্যমকর্মী ও সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদ মনে করে, ডিজিটাল নিরাপত্তা আইনের এই ৯টি ধারা মুক্ত সংবাদমাধ্যমের পরিপন্থি, বাক-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী এবং গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।

আজকের বাজার/এমএইচ