ডিজিটাল নিরাপত্তা আইনে আপত্তি থাকলে সংসদীয় সভায় সমাধান হবে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আপত্তিকর কোনো কিছু থাকলে তা নিয়ে সংসদীয় কমিটির সভায় বসে আলোচনা করে সমাধান করা হবে।

আজ বৃহস্পতিবার (০৩ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আইনে কথা বলার স্বাধীনতা হরণ হয় এমন কোনো বিষয় রাখা হবে না। আমরা মানুষের কথা বলার অধিকার হরণ করবো না।

আগামী ২২ মে এ ব্যাপারে তিন সংগঠনের সাথে বৈঠক হবে বলেও জানান মন্ত্রী।

আজকের বাজার/এমএইচ