ডিজিটাল ন্যানো লোনের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদানে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি স¤প্রসারণের লক্ষ্যে ডিজিটাল ন্যানো লোনের বিপরীতে ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একটি চুক্তি স্বাক্ষর করে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আবুল বশার এবং অতিরিক্ত পরিচালক মো: ইকবাল মহসীন এর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের এফআইইউ এর পরিচালক জয়শ্রী বাগচী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কনজ্যুমার ব্যাংকিং এএনএম মাহফুজ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।