আইটিউনস, অ্যামাজন কিংবা স্পটিফাই এর মতো সংগীতের আন্তর্জাতিক ডিজিটাল প্লাটফর্মগুলোর প্রতি অনাস্থা পোষণ করেছেন সংগীতশিল্পী অর্ণব। তবে এক্ষেত্রে ইউটিউবকে এর বাইরেই রাখছেন তিনি।
গানের বাইরে এবার অর্ণব মেতেছেন অ্যানিমেশন নিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে তার দু’টি নমুনাও প্রকাশ করেছেন সম্প্রতি। ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিজের ইউটিউব চ্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অর্ণব।
মুঠোফোনে রীতিমতো অধরা অর্ণব নিজের অফিসিয়াল ফেইসবুকে জানালেন, ইউটিউব চ্যানেল খুললেও ইউটিউবে অন্যদের পোস্টকরা তার গানগুলো নিয়ে কোন আপত্তি নেই। বরং সেগুলোকে ভালোবাসার নিদর্শন হিসেবেই দেখতে চান তিনি।
তবে, অন্তর্জালের অন্যান্য মাধ্যমগুলোর ব্যাপারে উষ্মা প্রকাশ করেন অর্ণব। তিনি বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি প্রত্যেকটা ডিজিটাল প্লাটফর্ম থেকে আমার গানগুলো সরিয়ে নিতে।
বিশেষ করে আইটিউনস, স্পটিফাই, অ্যামাজন। এসব থেকে আমি একটি পয়সাও পাইনি। তাদের কোনো অধিকার নেই আমার গানগুলো বিক্রি করার।”
শুধুমাত্র ইউটিউবের ব্যাপারে অনাপত্তি পোষণ করে অর্ণব কৃতজ্ঞ হয়েছেন তার ভক্তদের প্রতি।
তিনি বলেন, “তারা সব সময় আমাকে ভালোবেসেছে। সমর্থন করে এসেছে। এমনকি যখন আমি গুটিয়ে নিয়েছি নিজেকে, তাদেরকে হতাশ করেছি, তখনও এই শ্রোতারা আমাকে ছেড়ে যায়নি। আমি শক্তি পেয়েছি। আত্মবিশ্বাস পেয়েছি।”
অর্ণব জানান, নিজের তৈরি মিনি স্টপমোশন অ্যানিমেশন এবং মুভিং ইমেজ পাওয়া যাবে ‘অর্ণব’ নামে তার ইউটিউব চ্যানেলে ।
আগামী ২৬ জানুয়ারি কৃষিবিদ ইন্সটিটিউশনের কেআইবি অডিটোরিয়ামে একটি কনসার্টে গান করবেন তিনি।
আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮