বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,ডিজিটাল বাংলাদেশ একটি বাস্তবতা। এখন সবক্ষেত্রই পেপারেলস বা অনলাইনের আওতায় আসছে। বৃহস্পতিবার ৪ জানুয়ারি রাজধানীর হোটেল একাত্তরে ‘উত্তরবঙ্গে বিনিয়োগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি এ সেমিনারের আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, রংপুর উন্নয়নে পিছিয়ে থাকবে না। এখন চরম দারিদ্র্য ১৩ শতাংশ, ২০৩০ সালে ৩ শতাংশে নামিয়ে আনা হবে। সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ উত্তরবঙ্গের কৃতি সন্তান, তিনিও বিভিন্ন উন্নয়ন করেছেন।
উত্তরে শিল্প করতে গ্যাস লাগবে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এটির সংকট আছে। এজন্য বিকল্প চিন্তা করা হচ্ছে। আমরা খুব দ্রুতই উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে ধাবিত হব।
আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮